→
একটা কথা, ভালো জিনিসের কিন্তু অ্যাড নাই। বোর্ড বই সর্বোৎকৃষ্ট কিন্তু তার কোন অ্যাড নাই; আর ব্যবসায়ীক বইয়ের অ্যাডের অভাব নাই। আর ওয়েব মিডিয়া মানে সেখানে ধোঁকাবাজদের সংখ্যাই বেশি। তাই সচেতন হোন; সময়, শ্রম, অর্থ নষ্ট করবেন না।
মিডিয়ার সৃষ্ট ভ্রান্ত বিশ্বাস ও তাদের ব্যবসায়ীক কৌশল থেকে মুক্ত হয়ে প্রাকৃতিক অনুশীলনের মাধ্যমে সুস্থ সেক্স বিষয়ক সুললিত শিক্ষাগ্রহণের উদ্দ্যেশেই এই প্রয়াস। সেক্স বিষয়ক একটি সেমিস্টার খোলা হলে এই পেজের পোস্টগুলোই তার রেফারেন্স বুক হিসেবে পর্যাপ্ত।
তাই মিডিয়ার ছড়ানো তথ্যের প্রতি না ঝুঁকে এগুলি পড়লে উপকৃত হবেন।
No comments:
Post a Comment